পরপর দুই ব্যাংক বন্ধ, জাতিকে আশ্বস্ত করলেন বাইডেন

পর পর দুই ব্যাংক বন্ধ হওয়ার পর আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মার্কিনিদের আশ্বস্ত করেছেন দেশের ব্যাংকিং খাত নিরাপদ আছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধের তৃতীয় দিনের মধ্যে দেশটিতে সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। এই নিয়ে বাইডেন ভাষণে জোর দিয়েছেন যে তার প্রশাসন অনতিবিলম্বে ব্যবস্থা নিয়েছে।

গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে এবং আজ থেকে তারা টাকা তুলতে পারবেন বলে জানান বাইডেন।

বাইডেন বলেন, “গ্রাহকদের আমানত সুরক্ষিত করা হবে। গ্রাহকরা আজ থেকে তাদের অর্থ অ্যাক্সেস করতে পারবেন। এতে সারাদেশের ছোট ব্যবসাগুলো অন্তর্ভুক্ত রয়েছে যেখানে ব্যাংক রয়েছে এবং তাদের বেতন প্রদান করতে হবে, তাদের বিল পরিশোধ করতে হবে এবং ব্যবসার জন্য উন্মুক্ত থাকতে হবে,”

বাইডেন আরও বলেন,  “করদাতাদের কোনো ক্ষতি হবে না। পরিবর্তে, ব্যাংকগুলো আমানত বীমা তহবিলে যে ফি দেয় তা থেকে অর্থ আসবে।”

তিনি আরও বলেন,”যদি ব্যাংকটি এফডিআইসি দ্বারা দখল করা হয়, তবে ব্যাংক পরিচালনাকারী ব্যক্তিদের সেখানে আর কাজ করা উচিত নয়। তারা জেনেশুনে একটি ঝুঁকি নিয়েছিল। যদি ঝুঁকিটি শোধ না হয়, তাহলে বিনিয়োগকারীরা তাদের অর্থ হারাবেন। এভাবেই পুঁজিবাদ কাজ করে।”

এছাড়াও বাইডেন দায়ীদের জবাবদিহি করার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি বলেন, “আমার প্রশাসনে কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর