২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চান পরীমনি

২৪ ঘণ্টার মধ্যে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গতকাল রাতে একটি লাইভে এসে পরীমনি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না।

আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। অভিনেত্রী বলেন, কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু।

আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম। দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমি আর বসতে চাই না। যদি বসা হতোই তাহলে অনেক আগেই হতো।

এ নায়িকা আরও বলেন, সত্যি চাই না আমি রাজের স্ত্রী পরিচয়ে থাকতে। এর চেয়ে আমার জন্য রাজ্যের মা অনেক কমফোর্টেবল, অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। তার নাম রাজ্য।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর