শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপে যে রেকর্ড গড়লেন কোহলি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি।

ভারতীয় সাবেক এই অধিনায়ক চলতি বিশ্বকাপের শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলছেন। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ৫৯ বল খেলে ৪টি চার আর সমান ছক্কায় ফিফটি পূর্ণ করেন কোহলি।

এদিন অর্ধশতক রান করার মধ্য দিয়ে শচীন-সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৮টি ফিফটি হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েন।

শুধু তাই নয়, এদিন ফিফটির ইনিংস খেলার পথে বিশ্বকাপের ১৩ আসরের ইতিহাসে  এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেন কোহলি।

বিশ্বকাপের এক আাসরে ২০০৩ সালে সর্বোচ ৬৭৩ রান করেন শচীন টেন্ডুলকার। তার সেই রেকর্ড ভেঙ্গে নতুন মাইলফলক  অর্জন করেন বিরাট কোহলি। ২০০৭ সালের বিশ্বকাপে ৬৫৯ রান করেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন।

এরিপোর্ট লেখা অবস্থায় ৯৭ বলে ৮টি চার আর এক ছক্কায় ৯৩ রানে অপরাজিত আছেন বিরাট। বিশ্বকাপের এক আসরে তার সংগ্রহ ৬৮৩ রান।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর