বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন শাবানা

বাঙালী কণ্ঠ নিউজঃ  কাঁদলেন ঢালিউড চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। আজ (২৪ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানের আসর। এতে বক্তব্য দিতে গিয়ে কাঁদেন এই অভিনেত্রী।আজ সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আবেগ আল্পুত হতে দেখা যায়।

এ সময় শাবানা তার বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী। এই তো সেদিন তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। সেদিন তিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন। গভীর ভালোবাসায় সিক্ত করেছিলেন। যখন তিনি আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন আমার মনে হচ্ছিল- ব্যক্তি শাবানাকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না। তিনি এই সম্মান দিচ্ছেন সমগ্র চলচ্চিত্র শিল্পীদের।’

বক্তব্যের এই পর্যায়ে এসে শাবানার দুচোখ কান্নায় ভিজে ওঠে। কণ্ঠ ভারাক্রান্ত হয়ে পড়ে।

চলচ্চিত্র শিল্প নিয়ে আশা ব্যক্ত করে শাবানা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে একটা সংকটকাল চলছে। তবে এ কথা সত্যি যে, যে কোনো সমস্যার অন্তরালে লুকিয়ে থাকে সমাধান। এমন অবস্থায় আমাদের মাঝে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন। সুতরাং আমার বিশ্বাস, আমাদের কোনো সমস্যা থাকতে পারে না। প্রবাসে অবস্থান করলেও জানতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রী বিএফডিসিকে আধুনিকায়ন করেছেন। এখানে ফোর-কে প্রযুক্তির প্রজেক্টর বসানো হয়েছে। এটি আমাদের বড় প্রাপ্তি। যেখানে বিশ্বের অধিকাংশ দেশে টু-কে রেজুলেশনে সিনেমার প্রদর্শন চলছে।’

শাবানা আরো বলেন, ‘আমার ভাবতে অবাক লাগে- আমাদের প্রেক্ষাগৃহে এখনো ডিজিটাল প্রযুক্তির নামে সাধারণ মানের প্রজেক্টরের মাধ্যমে সিনেমা প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনের ব্যবসা তাও যদি এককভাবে কেউ জিম্মি করে রাখেন তাহলে অবশ্যই ভাবনার বিষয়। কারণ যে কোনো ব্যবসায় স্বাধীন ক্ষেত্রটি থাকা জরুরি।’

অনুষ্ঠানে আজীবন সম্মাননা যুগ্মভাবে প্রদান করা হয় শাবানা ও ফেরদৌসি রহমানকে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর