প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে কিছু শিক্ষক: শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ  পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জন্য এক শ্রেণির শিক্ষকদের দায়ী করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে রাত জেগে পাহারা দিয়েছি। কিন্তু সকালে যখন ঘুমাতে যাব ঠিক ওই সময়ে প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে কিছু শিক্ষক। এমনকি কিছু শিক্ষক টাকার বিনিময়ে হলে উত্তরও বলে দেন। আজ রবিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা প্রমুখ।

নতুন শিক্ষানীতি প্রণয়নে বিরোধী দলের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতি বাস্তবায়ন করার আগে বিরোধী দলের কাছে পরামর্শ নিতে গেছি। ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিনের সাথে এ বিষয়ে আলোচনা করেছি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর