-
- জাতীয়, শীর্ষ সংবাদ
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি তিনটি মন্ত্রণালয় ভেঙে সাত বিভাগ
- আপডেট টাইম : June, 1, 2016, 6:04 pm
- 276 বার
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে,তিনটি মন্ত্রণালয় ভেঙে নতুন করে সাতটি বিভাগ গঠনের জন্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙে –‘জননিরাপত্তা’ বিভাগ এবং ‘সুরক্ষা সেবা’ বিভাগ গঠন।
শিক্ষা মন্ত্রণালয় ভেঙে –‘উচ্চশিক্ষা’,‘মাধ্যমিক শিক্ষা’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা’ বিভাগ গঠন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ভেঙে –‘স্বাস্থ্য সেবা’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ’ বিভাগ গঠন।
আর নতুন এই সাত বিভাগ গঠনের লক্ষ্যে রাজস্ব খাতে নতুন পদ সৃষ্টিতে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন বিভাগের জন্য পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির পর এখন তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে যাবে।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি নতুন বিভাগ গঠন ও জনবল সংক্রান্ত বিষয়ে সম্মতি দিলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় তোলা হবে।
মন্ত্রিসভায় পাসের পর, নতুন বিভাগ গঠন করা হবে ।
তিনটি মন্ত্রণালয় ভেঙে নতুন করে সাতটি বিভাগ গঠিত হলে, প্রতিটি বিভাগে একজন করে সচিব দায়িত্ব পালন করবেন।
Like this:
Like Loading...
Related
এই ক্যাটাগরীর আরো খবর