১০ থেকে কমিয়ে ২ শতাংশ হচ্ছে চাল আমদানির শুল্ক

 বাঙালী কণ্ঠ নিউজঃ খাদ্য মজুদ বাড়াতে চাল আমদানি শুল্কের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি জানান, দু’একদিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে।
 বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান। কামরুল ইসলাম বলেন, ‘আরো বেশি চাল আমদানির লক্ষ্যেই সরকার আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।’
মন্ত্রী বলেন, বন্যা ও ধানের ব্লাস্ট রোগের কারণে বোরোর ফসলে লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। এবার বোরো উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ কোটি ৯১ লাখ মেট্রিক টন। এছাড়া চাল ও ধান সংগ্রহ করার যে লক্ষ্যমাত্রা ছিল, সেটাও পূরণ করা যায়নি। মোট ৮ লাখ মেট্রিক টন চাল ও ৭ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু প্রায় ১০ লাখ মেট্রিক টন সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এখানে যেভাবে বন্যা আসছে, তাতে বিপদের আশঙ্কা করা হচ্ছে। এ জন্য সার্বিক বিবেচনা করে ১৫ লাখ মেট্রিক টন চাল ও ৫ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর