শান্তিপূর্ণ দেশের তালিকা ভারত-পাকিস্তানের উপরে বাংলাদেশ

শান্তিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তান ও ভারতের উপরে বাংলাদেশ। কোন দেশ কতটা শান্তিপূর্ণ তার একটি তালিকা বুধবার আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল পিস ইনডেক্স’ প্রকাশ করেছে। এতে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪ নম্বরে রয়েছে। ভারত আছে ১৪১ নম্বরে। পাকিস্তান রয়েছে ১৫৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভূটান। তারা আছে ১৩ নম্বরে। ভারতের চেয়ে বেশি শান্তিপূর্ণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা রয়েছে ১১৪ নম্বরে।
সবচেয়ে অশান্ত দেশের আখ্যা পেয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ সুদান, ইরাক এবং আফগানিস্তান। সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। তার পরেই ডেনমার্ক এবং অস্ট্রিয়া।
শান্তিপূর্ণ দেশের তালিকা বানানোর সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছিল কোন দেশে কতটা বিদেশি বিনিয়োগ খাটানো হয় তার উপরে। এ ছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার কেমন সম্পর্ক, সংবাদমাধ্যমের বাকস্বাধীনতা, দুর্নীতির হার ইত্যাদি বিষয়ও খতিয়ে দেখা হয়েছিল।‌‌‌
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর