সপ্তাহের শুরুতে লন্ডনের রাস্তায় পুলিশের সতর্কতা

বাঙালী কণ্ঠ নিউজঃ কর্মদিবসের শুরুতে সোমবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। টিউব রেলওয়েসহ যাতায়াতের বিভিন্ন রুটে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে।

এ বিষয়ে সিএনএন জানায়, সপ্তাহ জুড়েই পুলিশি তৎপরতা লক্ষ করা গেছে। তবে সোমবার পুলিশকে অনেক বেশি সতর্ক থাকতে দেখা যায়।

পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, জনবহুল এলাকা, বাস, ট্রেন এবং যেখানে জনসমাগম বেশি, সেখানে পুলিশ কঠোর নজরদারি করছে। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং তারা সতর্ক অবস্থানের রয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রুড রোববার বলেন, বিপদ সংকেত ‘সংকটজনক’ থেকে নামিয়ে ‘আশঙ্কাজনক’ করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মার্ক রাউলি জানিয়েছেন,এ সতর্কবার্তা নামিয়ে আনার কারণে কর্মদিবসের শুরুতে সাধারণ মানুষ অবাকই হবেন।

তিনি বলেন, তবে অস্ত্রধারী পুলিশ এবং অস্ত্র ছাড়াও কোনো কোনো পুলিশ সদস্য শহরের রাস্তায় টহলে থাকবেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে লন্ডনের পারসন গ্রিন টিউব রেলওয়ে স্টেশনের একটি বগিতে বিস্ফোরণ ঘটে। এতে ৩০ জন আহত হয়।

টিউব রেলওয়েতে হামলার বিষয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানায়, হাতে তৈরি একটি বোমা শপিংব্যাগে মুড়িয়ে লন্ডনের পারসন গ্রিন স্টেশনের টিউব রেলওয়ের বগির ভেতরে ময়লা ফেলার ঝুড়িতে রেখে দেওয়া হয়। এতে টাইমার লাগনো ছিল। এটি যখন বিস্ফোরিত হয়, তখন ওই স্টেশনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার রাতে দুইজনকে আটক করে লন্ডন পুলিশ। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস /আইএস) এ হামলার দায় স্বীকার করে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর