দেশের নদ-নদীর পানি ৬৭ পয়েন্টে হ্রাস, ২০টিতে বৃদ্ধি

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬৭টি পয়েন্টের পানি হ্রাস ও ২০টির বৃদ্ধি পেয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপর দিকে যমুনা, পদ্মা সুরমা-কুশিয়ারা নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তীতে স্থিতিশীল হয়ে যেতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। এদিকে আগামী ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে। খবর বাসস।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর