জোড় ইজতেমা একদিন আগেই শেষ

বাঙালী কণ্ঠ নিউজঃ টঙ্গীর তুরাগ নদের তীরে গত শুক্রবার শুরু হওয়া পাঁচদিনের জোড় ইজতেমা চারদিনেই সমাপ্ত  ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ময়দানের শীর্ষ মুরুব্বীদের  জরুরী এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর আজ আছরের নামাজের পর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের আখেরি মোনাজাত পরিচলানার  মধ্য দিয়ে এ জোড় ইজতেমা সমাপ্ত করেন।

ইজতেমা ময়দানের মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, অনিবার্য কারণে একদিন আগেই এবারের জোড় ইজতেমা সমাপ্ত করা হয়েছে।

এর বাইরে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

ময়দানের দায়িত্বে থাকা একাধিক সূত্র বলছে, জোহরের নামাজের পর  মূল মঞ্চের পাশে হঠাৎ করেই জরুরী বৈঠকে বসেন ইজতেমার মুরুব্বী ও কমিটির সদস্যরা। মাওলানা রবিউল হকের সভাপতিত্বে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বাদ আসর ইজতেমা সমাপ্ত করা হয়। টঙ্গী ইজতেমা ময়দান পরিচালনা কমিটির সদস্য মাহফুজুল হান্নান বাঙালী কণ্ঠকে বলেন, আমাদের শীর্ষ মুরুব্বী ও কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের অসুস্থ হয়ে পড়েছেন। দুই দিন ধরে তিনি কান ব্যথায় ভুগছেন। এ কারণে জরুরী বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী একদিন আগেই ইজতেমা সমাপ্ত করা হয়।

একাধিক সূত্র বলছে, ইজতেমা ময়দানের শীর্ষ দুই মুরুব্বীর অনুসারীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে জোড় ইজতেমা একদিন সংক্ষিপ্ত করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে  মাহফুজুল হান্নান ইজতেমা ময়দানে  অভ্যন্তরীণ কোন কোন্দল নেই।

ওদিকে ৫দিনের এ জোড় ইজতেমায় অন্তত ৩ লাখ মুসল্লীর পদচারণায় মুখরিত ছিল টঙ্গীর তুরাগ নদের তীর।  বিশ্ব ইজতেমা সফল করার লক্ষে প্রতিবছর টঙ্গীর তুরাগের তীরে পাঁচদিনের  জোড় ইজতেমার আয়োজন করা হয়ে থাকে।

আগামী ১২ জানুয়ারী শুরু হবে ২০১৮ সালের ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্ব শেষে চারদিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারী দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর