বঙ্গবন্ধু কেবল বঙ্গবন্ধুই নন বিশ্ববন্ধুও বটে

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উররশিদ আসকারী বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একজন শেখ মুজিবুর রহমানকে নয় বরং এটা পুরো একটি জাতিকে বৈশ্বিক মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। সতরাং ‘বঙ্গবন্ধু আজ কেবল বঙ্গবন্ধুই নন, বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধুও বটে।

’ আজ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক, পরস্পরের পরিপূরক। বঙ্গবন্ধুর আদর্শ যুগ-যুগ ধরে আমাদের আলোকবর্তিকা হয়ে থাকবেন। যারা হিমালয় দেখেননি, তাদের অনেকেই বঙ্গবন্ধুকে দেখে হিমালয়ের বিশালতাকে অনুভব করেছিলেন বলে জানিয়েছেন। এখন যারা বিসুভিয়াসের অগ্নিগিরি দেখেননি, তারাও নিশ্চয়ই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে সে উত্তাপ অনুভব করবেন।

আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় আলোচানা সভায় সভাপতিত্ব করেন,  সহ-উপাচার্য ও জাতীয় দিবস উদ্যাপন স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সহায়ক কর্মচারি সমিতির সভাপতি উকিল উদ্দিন, সাধারণ কর্মচারি সমিতির সভাপতি আতিয়ার রহমান, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম।

সহ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, জাতির জনকের ৭ মার্চের ভাষণ শুধু স্বাধীন ভূ-খন্ড তৈরির দিক-নির্দেশনা নয়, এ ভাষণে সারাবিশ্বের নির্যাতিত, শোষিত মানুষের জন্য বার্তা লুকায়িত আছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর