মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় জিআরপির ওসিসহ ৮ পুলিশ প্রত্যাহার

স্টেশনে পুলিশের পিটুনিতে মুক্তিযোদ্ধা আব্দুল বারী মৃত্যুর ঘটনায় জামালপুর রেলওয়ে থানার ওসি গৌর চন্দ্র মজুমদারসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের প্রত্যাহার করা হয়।

পাশাপাশি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

এর আগে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারীর ছেলে জামালপুর স্টেশনে টিকিট কাটতে গেলে জিআরপি পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে আব্দুল বারী ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পুলিশ আব্দুল বারীর উপর চড়াও হয়।

পরে জিআরপি পুলিশ স্টেশনের প্লাটফরম এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আব্দুল বারীর মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর