কিশোরগঞ্জে তিন দিন ব্যাপী লোক সংগীত উৎসব শেষ হয়েছে

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে তিন দিনব্যাপী লোক সংগীত উৎসব শেষ হয়েছে।

গতকাল রাতে জেলা শহরের আখড়াবাজার ব্রীজ সংলগ্ন মুক্ত চত্বরে আয়োজিত এ লোক সংগীত উৎসব শেষ হয়। এ লোক সংগীত উৎসব আয়োজন করে কিশোরগঞ্জের আবুল হাশেম সংগীত একাডেমী।

প্রথম দিনে গত (০৭ ডিসেম্বর) রাতে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান।

দ্বিতীয় দিনে গত (০৮ ডিসেম্বর) রাতে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

তৃতীয় ও সমাপনী দিনে গত (০৯ ডিসেম্বর) রাতে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এসময় উপস্থিত ছিলেন-আবুল হাশেম সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল হাশেম, বিটিভির সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ওস্তাদ কুটি মনসুর এর জ্যেষ্ঠ ছেলে কে.এম. মজনুসহ সুধীজন ও স্থানীয় লোক সংগীত শিল্পীবৃন্দ।

উৎসবের তৃতীয় ও সমাপনী দিনে প্রখ্যাত গীতিকার ও সুরকার ওস্তাদ কুটি মনসুর স্মরণে এ সংগীত অনুষ্ঠান করা হয়। পরে লোক সংগীত শিল্পীরা তাদের গান পরিবেশন করেন।

সূত্রঃ হাওর বার্তা

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর