এই বছর রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে প্রায় ৪৮ হাজার শিশু

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিবারগুলোতে চলতি বছর প্রায় ৪৮ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জন্ম নেয়ার পর এই শিশুদের নানা রোগ ও পুষ্টিহীনতার ঝুঁকির আশঙ্কা করছে সংস্থাটি। চলতি বছর ক্যাম্পে ৪৮ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হতে যাচ্ছে বলে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

এতে বলা হয়েছে, অনেক শিশু ৫ বছরের আগেই মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। অধিকাংশ শিশুই অস্থায়ী তাবু হিসেবে তৈরি করা বাড়িতে জন্ম নেবে।

গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সরকারি হিসেব মতে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা সাড়ে ছয় লাখেরও বেশি। জাতিসংঘের হিসেবে এদের ৬০ ভাগই নারী ও শিশু।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর