গণতন্ত্র না থাকাতেই জ‌ঙ্গিবাদের উত্থান

দেশে গণতন্ত্র না থাকাতেই জ‌ঙ্গিবা‌দের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

বৃহস্প‌তিবার বিকেলে প্রেসক্লাবের ভিআই‌পি লাউঞ্জে ব্যারিস্টারস ফর চেইঞ্জ আয়ো‌জিত গোলটে‌বিল আলোচনায় এ কথা বলেন তি‌নি।

ব্যা‌রিস্টারস ফর চেইঞ্জের সভাপ‌তি ব্যা‌রিস্টার আনোয়ার হোসেনের সভাপ‌তিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএন‌পি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবে‌দিন, সাবেক মন্ত্রী বিএন‌পি নেতা অ্যাভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জা‌কির হোসেন, ব্যা‌রিস্টার খন্দকার মারুফ হোসেন প্রমুখ।

খন্দকার মোশারফ হোসেন বলেন, মানুষের কথা বলার অ‌ধিকার হরণ ও গণতন্ত্র না থাকাতেই  জ‌ঙ্গিবাদের উত্থান। আজ গণতা‌ন্ত্রিক স্পেস না থাকাতেই সন্ত্রাস-জ‌ঙ্গিবাদের উত্থান।

‌তি‌নি বলেন, সরকার প্রকৃত জ‌ঙ্গিদের সাজা দিতে আন্ত‌রিক না। তাই তারা জ‌ঙ্গি হামলার পর ব্লেম গেম খেলা খেলছে। এ সুযোগে জ‌ঙ্গিরা এক‌ত্রিত হয়ে হামলা করছে।

কল্যাণপুরে নিহত জ‌ঙ্গিদের হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, জ‌ঙ্গি হলে সামনা সাম‌নি গু‌লি করে মারার কথা। কিন্তু সুরতহাল প্রতিবেদনে বলছে সবাইকে পেছন থেকে গু‌লি করে হত্যা করা হয়েছে। এর অর্থ কি?

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর