আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা: প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। কাজেই সে সক্ষমতা বাংলাদেশ আজ পেয়েছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা। কারণ আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি।

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো। ইনশাআল্লাহ আজ বৃহস্পতিবার পটুয়াখালী সফরে গিয়ে লেবুখালী এলাকায় দেশের ৩১ তম শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর নয়টি ডিভিশনের আওতায় দেশে ৩০টি সেনানিবাস থাকলেও এতদিন দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় কোনো সেনানিবাস ছিল না।

নবনির্মিত এই ‘শেখ হাসিনা সেনানিবাস’ দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ দেশের সেবায় বিশ্বাসী।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র সংবিধান ও দেশের সার্বভৌমত্বে আপনাদের ঐক্যবদ্ধভাবে অভ্যন্তরীণ ও বিদেশী শত্রুদের মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। দেশের সাংবিধানিক ও গণতন্ত্রধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণ কাজে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর