মিন্টু সঙ্গে-গওহর রিজভী একান্ত বৈঠক

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির নেতা আবদুল আওয়াল মিন্টুর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় বৈঠক হয়েছে। অবশ্য দুই নেতাই এটাকে কোনো রাজনৈতিক বৈঠক নয় বলে দাবি করেছেন। তারা বলেছেন, ‘এটা স্রেফ ফ্যামিলি গেট টুগেদার। উল্লেখ্য, আবদুল আওয়াল মিন্টু এবং ড. গওহর রিজভী দুজন বেয়াই। শুক্রবার রাত সাড়ে নয়টায় আবদুল আওয়াল মিন্টু সস্ত্রীক ড. রিজভীর বাসায় যান। রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন। আপাতদৃষ্টিতে এটি পারিবারিক দেখা সাক্ষাৎ মনে হলেও এখানে বেগম জিয়া গ্রেপ্তারের পর রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে কথা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

মিন্টু-রিজভীর বৈঠকের কিছুক্ষণ আগেই সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার আশাবাদ ব্যক্ত করেন। ওই বৈঠক থেকে বেরিয়ে ড. রিজভী তাঁর বাসভবনে মিন্টুর সঙ্গে বৈঠক করেছেন। একাধিক সূত্র বলছে, বাইরে প্রধান দুই রাজনৈতিক দল অনঢ় অবস্থান নিলেও ভেতরে নির্বাচন নিয়ে তারা কথা বার্তা বলছেন। এই বৈঠক হয়তো তারই অংশ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর