কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসকের ভৈরবে মতবিনিময়

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘উন্নয়ন অথবা সমস্যার সমাধানে সমাজের সকল শ্রেণি-পেশার লোকজনের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। মহান স্বাধীনতা যুদ্ধ ছিলো আমাদের এ যাবতকালের সবচেয়ে বড় সামাজিক প্রচেষ্টা। সকলের অংশগ্রহণে স্বাধীনতা যুদ্ধ রূপ নিয়েছিলো সামাজিক প্রতিরোধে। আর তাই আমরা সফল হয়েছিলাম’।

গতকাল সোমবার দুপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, এনজিওকর্মীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসনের তৃণমূল পর্যায় হলো উপজেলা প্রশাসন। এখানে সমাজের প্রান্তিক জনগণের সঙ্গে কাজ করতে হয়। তাই কর্মকর্তাদের উচিত সবার সঙ্গে  মিলে-মিশে সমন্বয় করে কাজ করা।

সাংবাদিকদের সমাজের আয়না উল্লেখ করে তিনি বলেন, সমাজ বা রাষ্ট্রের উন্নয়নে সংবাদকর্মীদের বিরাট ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া সমাজ উন্নয়ন অসম্ভব বলে উল্লেখ করে তিনি তার কর্ম সময়ে সংবাদকর্মীদের পাশে থাকার আহ্বান জানান। গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনার পাশাপাশি প্রত্যাশা করেন ভালো কাজের প্রশংসাও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা ব্যক্ত করে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজ উদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, প্রেসক্লাব সভাপতি মো. জাকির হোসেন কাজল, বাংলাদেশ সাংবাদিক সমিতি, ভৈরব শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এস.এম.বাকী বিল্লাহ, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, পিডিবির নির্বাহী প্রকৌশলী ওবায়দুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কেএমএন জাহাঙ্গীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া, সাংবাদিক শামীম আহমেদ প্রমূখ।

মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলেল অভিনন্দন জানান উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আহমেদ সেলিম। উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের সহকারী কমিশনার (ভুমি) মো. জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা, আওয়ামী লীগের পক্ষে সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষে সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ আহমেদ মারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ, ভৈরব প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন কাজল, রিপোর্টসক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম তাজভৈরবী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে শিমূলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আলম দানিসের নেতৃত্বে সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার সাফায়েত হোসেন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর প্রজেক্টরের মাধ্যমে একনজরে ভৈরব উপজেলার উন্নয়ন, সম্ভবনা, সমস্যা, শিক্ষা, বাণিজ্য, কর্ম, শিল্প, কৃর্তীমান ব্যক্তিত্ব ভৌগোলিক অবস্থান ইত্যাদি তুলে ধরেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। সবশেষে ভৈরব বিয়াম স্কুলের ক্ষুদে চিত্রশিল্পীর আকাঁ একটি বাঁধাই করা ছবি জেলা প্রশাসককে উপহার দেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সাল এবং উপাধ্যক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর