খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আপিল রোববার

বাঙালী কণ্ঠ নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য আগামী রোববার আপিল করবে দুদক। দুদক কৌসুলি খুরশীদ আলম খান জানান, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হবে। আজ বুধবার সকালে তিনি এ কথা জানান।

এ সময় তিনি আরও বলেন, এ মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। কিন্তু তাকে ৫ বছর সাজা দিয়েছে আদালত। আর সহযোগীদের দিয়েছে ১০ বছরের কারাদণ্ড। এ কারণে আমরা মনে করি, সাজা বৃদ্ধি চেয়ে আপিল করাটা হবে যুক্তিসংগত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের দিন থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর