কিশোরগঞ্জে ট্রলারডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ১

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দরের অদূরে নাগচিনি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে শংকর ভৌমিক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় তুহিন নামে এক শিশু নিখোঁজ হয়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। শংকর ভৌমিকের বাড়ি কিশোরগঞ্জ সদরের দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল এলাকায়। অপরদিকে নিখোঁজ তুহিনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পুতিপাড়া এলাকায়।

চামড়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যায় জেলার ইটনা উপজেলার পাঁচকাহনিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলার ২৬ জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে আসছিল।

বন্দরের অদূরে বালিখলা এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও পানিতে ডুবে নিখোঁজ হয় দুই যাত্রী।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর যাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয়রা।

সূত্র: জাগোনিউজ

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর