অষ্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন তৌফিক এমপি

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মাইজহাটি গ্রামে এসব চাল বিতরণ করা হয়। এ সময় এমপি তৌফিক ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ কমল, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়াসহ প্রমুখ।

এছাড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ কমল নগদ অর্থ প্রদান করেন। আর পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়া ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে মাইজহাটি গ্রামের জহুর উদ্দিনের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর