নির্বাচিত হয়ে হ্যাট্রিক করতে যাচ্ছেন এমপি তৌফিক : ফজলুর রহমান মাষ্টার

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জ-৪ নির্বাচনী আসনে মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পর তার শূন্য আসনে ৩ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে তারই বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনেও রেজওয়ান আহাম্মদ তৌফিক পুনরায় দ্বিতীয় দফায় নির্বাচিত হন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হয়ে হ্যাট্রিক করতে যাচ্ছেন বলে মনে করেন বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য ও ইটনা উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফজলুর রহমান মাষ্টার।

তিনি তাঁর ফেসবুক স্ট্যোটাসে বলেন, হাওর এলাকার উন্নয়নের রূপকার মহামান্য রাষ্ট্রপতির প্রধান উত্তরসুরী ইটনা-মিঠামইন অষ্টগ্রাম নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-০৪) এর সংসদ সদস্য জনাব রেজওয়ান আহাম্মদ তৌফিক, যার মনোনয়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একেবারে নিশ্চিত, যিনি মাসের মধ্যে ২০ দিনেই এলাকাতে সময় ব্যয় করেন, তৃণমূলের সর্বস্থরের মানুষকে নিয়ে চিন্তা করেন, তাঁর প্রতি আওয়ামী লীগের নেতা কর্মীরা উৎফুল্ল, আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করার প্রত্যয় ঘোষণা করেছে ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামের সর্বস্থরের জনগণ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর