সারস পাখিটি ছয় হাজার কিলোমিটার পাড়ি দেয়

বাঙালী কণ্ঠ নিউজঃ ইউরোপে সারস পাখি প্রায় বিলুপ্তির পথে।শীত মৌসুমে পাখি গুলো কোথায় পাড়ি জমায় এবং তাদের জীবন ব্যবস্থা কেমন হয় এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন পোল্যান্ডের একটি দাতব্য সংস্থা। দেশটির পরিবেশ বিষয়ক সংস্থা ইকোলজিক একটি সারস পাখির পিঠে জিপিএস ট্র্যাকার বসায়। সাদা সারসটি শীতে কতদূর পাড়ি দিলো, কোন জায়গা গেল, প্রাত্যহিক জীবন কেমন ইত্যাদি তথ্য গুলো সংরক্ষণ করে পরবর্তীতে গবেষণায় কাজে লাগানোই ছিল সংস্থাটির উদ্দেশ্য।

এরপর পোল্যান্ড থেকে পাখিটি ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দেবার পর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্র্যাকারটি সুদানের উপত্যকায় পাওয়া যায়। সংস্থাটি জানায় সুদানে কেউ ট্র্যাকারটি পেয়ে সিম কার্ড বের করে নিজেদের ফোনে ঢুকিয়ে বিশ ঘন্টার বেশি কথা বলে।

এরপরই দাতব্য সংস্থাটির নামে দুই হাজার সাতশো ডলার ফোনবিল আসে। খুবই শীঘ্রই প্রতিষ্ঠানটিকে অর্থ পরিশোধ করতে হবে। জিপিএস ট্র্যাকারে পাখির অভ্যাস, আচার-আচরণ, ঝুকি সম্পর্কে বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে থাকেন। পরিবেশ গবেষণায় এটিকে বেশ কার্যকরী উপায় হিসেবে ধরা হয়।-বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর