হাসিনা ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয় : মঞ্জু

বাঙালী কণ্ঠ নিউজঃ পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘দক্ষিণাঞ্চলে উন্নয়ন ক্ষেত্রের প্রভূত অগ্রগতি হয়েছে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালেই। দেশের দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রী থাকলেই এ অঞ্চলের মানুষের মধ্যে স্বপ্ন ও প্রত্যাশা জাগ্রত হয় এবং ভাগ্য পরিবর্তন বেশি বেশি ঘটে।’

তিনি বলেন, ‘আগামীতেও যাতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে সে জন্য এ এলাকার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে উন্নয়নের এই ধারা আরও গতি অর্জন করতে পারে।’

সোমবার বিকেলে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া ও কাউখালীর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, নদী ভাঙ্গনরোধে রক্ষা বাঁধ ও সেতু নির্মাণ কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত কয়েকটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে উপজেলা জেপির নেতা কর্মী, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কবির পান্না, কাজি ওয়াহেদুজ্জামান বাচ্চু, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর