চুলের যত্নে তুলসি, ব্যবহার করবেন যেভাবে

বাঙালী কণ্ঠ নিউজঃ চুলের যত্নে ভেষজ উপাদান ব্যবহার করতে পারেন নিয়মিত। খুশকি ও চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগলে তুলসির তেল ও হেয়ার প্যাক ব্যবহার করুন সপ্তাহে কয়েক দিন। ভিটামিন এ, সি, কে এবং ই পাওয়া যায় তুলসি থেকে। এছাড়া এতে থাকা আয়রন এবং প্রোটিনও চুলের যত্নে অনন্য।
চুলের যত্নে যেভাবে ব্যবহার করবেন তুলসি।

১. নারকেল তেলে কয়েকটি তুলসি পাতা ফেলে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সুপার শপগুলোতে পাওয়া যায় তুলসির তেল। চাইলে এই তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়েও লাগাতে পারেন চুলে।

২.  তুলসি পাতা বেটে চুলের গোড়ায় কিছুক্ষণ লাগিয়ে রেখে শ্যাম্পু করে ফেললেও উপকার পাবেন।

৩. তুলসি পাতা, নিম পাতা ও জবা ফুল একসঙ্গে বেটে লাগান চুলের গোড়ায়।

৪. চুলের গোড়ায় তুলসির তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে।

৫. খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর হয়।

৬. চুলের গোড়া মজবুত হয়।

৭. প্রাকৃতিকভাবে মাথার ত্বক পরিষ্কার করতে পারে তুলসি।

৮.  চুলের বৃদ্ধি বাড়ে।

৯. চুল পড়া বন্ধ করে।

১০.চুলের রুক্ষতা দূর করতেও কার্যকর তুলসি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর