বাংলাদেশ অসাধ্য সাধনের মাঝে আছে বলে মন্তব্য : মোস্তফা জব্বার

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ অসাধ্য সাধনের মাঝে আছে বলে মন্তব্য করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

আজ রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস–বেসিস এর আয়োজনে ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি অব বাংলাদেশর অডিটোরিয়াম এ নাসা স্পেস এপস চ্যালেঞ্জ পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন অনেক সম্মান জনক স্থানে আছে। আমারা এখন আর প্রজেক্ট চালানোর জন্য বিদেশি অনুদানের দিকে তাকিয়ে থাকতে হয় না। আমারা নিজেদের টাকায় অনেক কিছু করতে পারি। আমাদের হাই টেক পার্ক এখন অনেক উন্নত। বিশ্বের নামিদামি প্রতিষ্টান এখানে জায়গা নেওয়ার জন্য আমাদের পিছনে ঘুর ঘুর করে।

কিন্তু সবাইকে আমরা জায়গা দিতে পারি না। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশে তরুণরা আমাদের সমাজে অগ্রদূত। তারাই আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। আগামি কয়েক বছরের মাঝে গাজিপুরে বসে তারা আমাদের স্যাটেলাইটটি চালাবে। সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবির, সহ সবাপতি ফারহানা রহমান, বেসিস এর পরিচালক দিদারুল আলম।

এই ক্যাটাগরীর আরো খবর