ঢাকা দক্ষিণের কাউন্সিলর হাসিনা, রেহানা ও পুতুল

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর হয়ে যোগ দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল।

বুধবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০ তম জাতীয় সম্মেলনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি নির্বাচন করবে। এই সম্মেলনে সব নেতা-কর্মীই কোনো না কোনো সাংগঠনিক এলাকার কাউন্সিলর হিসেবে অংশ নেবেন।

২০১২ সালে আওয়ামী লীগের ১৯ তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে যোগ দেন। তবে শেখ রেহানা এবং সায়েমা ওয়াজেদ পুতুল এবারই প্রথম আওয়ামী লীগের কাউন্সিলর হচ্ছেন।

এই সম্মেলনে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যোগ দিচ্ছেন রংপুরের কাউন্সিলর হিসেবে। আর শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি যোগ দিচ্ছেন ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলর হিসেবে।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতারা জানান, এই কমিটি থেকে এবার মোট ১৬৮ জন কাউন্সিলর দলের জাতীয় সম্মেলনে যোগ দেবেন। এদের মধ্যে শেখ হাসিনাকে এক নম্বর, শেখ রেহানাকে দুই নম্বর এবং পুতুলকে তিন নম্বর কাউন্সিলর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর