নির্বাচনের ফলাফল নিয়ে এখনই মন্তব্য করতে চান না মাশরাফী

বাঙালী কণ্ঠ নিউজঃ নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার স্ত্রী সুমনা হক সুমি নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। পরে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তারা।

নড়াইলে একচেটিয়া জনপ্রিয়তা থাকলেও ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে চাননি মাশরাফী। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী -এ প্রশ্নের জবাবে বলেন, ‘এসব (ফলাফল) ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। সেটা ফলের পরই আপনারা দেখতে পাবেন।’

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘ভেতরে (ভোট কেন্দ্রে) অত বেশি ঢুকিনি। আমি জাস্ট সব ঠিক আছে কিনা এতটুকুই জেনে আসছি, কোনো সমস্যা আছে কিনা। সব ঠিক আছে। আমি এটাই নিশ্চিত করতে গিয়েছি।’

সারাদেশের মতো নড়াইল-২ আসনেও তরুণ ভোটারের আধিক্য। সব কাজেই তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে মাশরাফী বললেন, ‘এটা খুব প্রয়োজনও। তরুণ প্রজন্ম যারা আছে, তারা অনেক কষ্ট করেছে আমার সাথে যারা ছিল। বিপক্ষ দলে যারা আছে তাদের আমি সেভাবে দেখতে পারিনি। তারাও শুনেছি অনেক কষ্ট করেছে। তরুণে সমাজের প্রভাব এবং এ ধরণের কর্মকাণ্ড অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সবাই গণতান্ত্রিকভাবে কাজটা করবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।’

নির্বাচনে নড়াইল-২ আসনে মাশরাফীর প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর