প্রখ্যাত সাংবাদিক আমানুল্লাহ কবির আর নেই

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রখ্যাত সাংবাদিক আমানুল্লাহ কবির বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রবীন এই সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক আমানুল্লাহ কবির গত ২ জানুয়ারি বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি হন।

এরই মধ্যে গত ৫ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ফের বিএসএমএমইউতে নিয়ে আনা হয়।

তিনি সর্বশেষ অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক, ডেইলি স্টার পত্রিকায় বার্তা সম্পাদক, আমারদেশ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) প্রধান ব্যবস্থাপনা সম্পাদক পদে ছিলেন।

সূত্রঃ আলোকিত বাংলাদেশ

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর