দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ৯ নেতা বহিষ্কার

বাঙালী কণ্ঠ নিউজঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য সুনামগঞ্জ, পঞ্চগড়, পিরোজপুরের উপজেলা পর্যায়ের নয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়। এতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর বিএনপি তৃণমূল নেতাদের হুঁশিয়ার করেছিল, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন পঞ্চগড়ের সদর উপজেলা সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুরের কাউখালী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সভাপতি ও জেলা সহসভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহবায়ক মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সদস্য হারুনুর রশিদ দুলাল।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর