পাকুন্দিয়া পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আক্তারুজ্জামান খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

নারিকেল গাছ প্রতীক নিয়ে ৬৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হন আক্তারুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জালাল উদ্দিনের প্রাপ্ত ভোট ৪৯৫৬। অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেছবাহ উদ্দিন ৪৩৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

২০০৬ সালের ২৪ এপ্রিল পাকুন্দিয়া উপজেলার সদর ইউনিয়ন ও হোসেন্দী-নারান্দী ইউনিয়নের একাংশ নিয়ে পাকুন্দিয়া পৌরসভা ঘোষণা করা হয়। সীমানা জটিলতার কারণে ২০১১ সালের ২৭ অক্টোবর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিলেন। দলীয় প্রতীকে এটাই পৌরসভার প্রথম নির্বাচন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর