ট্রাফিক সপ্তাহ আজ থেকে ফের শুরু

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা মহানগরীতে (ডিএমপি) আজ রোববার থেকে ফের শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। এটি চলবে ২৩ মার্চ পর্যন্ত। এর আগে গত ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ডিএমপিতে ট্রাফিক সপ্তাহ পালন করা হয়েছিল।

এ ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বলেন, ঢাকা মহানগরীর জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে এবং ট্রাফিক শৃঙ্খলা উন্নতির জন্য এবারের ট্রাফিক সপ্তাহ পালন করা হবে।

ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ-প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধ করাসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর