সিলেটের প্রথম নারী সাব রেজিস্টার হলেন কুমিল্লার পারভিন আক্তার

বাঙালী কণ্ঠ নিউজঃ সিলেটে সদরে প্রথম নারী সাব রেজিস্টার হলেন কুমিল্লার পারভিন আক্তার। স্বাধীনতা পূর্ববর্তী বছর থেকে এই প্রথম নারী সাব রেজিস্টার হিসেবে যোগদান করেছেন তিনি। গত ৭ এপ্রিল তিনি সিলেট সদর সাব রেজিস্টার যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার বুড়িচংয়ে সাব রেজিস্টার পদে কর্মরত ছিলেন। পরভীন আক্তার কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা।

জানা যায়, ১৯৭০ সাল থেকে সিলেট সদর সাব রেজিস্টার হিসেবে কাজ করে গেছেন ২৬ জন কর্মকর্তা। তাদের সকলেই ছিলেন পুরুষ। এ ধরণের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান সাব রেজিস্টার পারভিন আক্তার।

তিনি বলেন, সেবা গ্রহীতারা যাতে কোনো ধরণের ভোগান্তির শিকার না হন এবং কোনো ধরণের অনিয়ম যাতে না হয়, সেদিকে জোর দিয়ে কাজ করা হবে। প্রথম নারী সদস্য হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যেতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এ বিষয়ে দলিলে লেখক কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফরিদুর রহমান বলেন, এবারই প্রথম নারী সাব রেজিস্টার পেয়েছে সিলেট। তাঁর কর্মকাণ্ডে অফিসের কার্যক্রম আরো গতিশীল হবে আশাবাদী তিনি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর