খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ ও অনেক ভালো আছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ ও অনেক ভালো আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

আজ বুধবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়া যেসব সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমছে।

তার ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের উন্নতি হয়েছে, দুর্বলতা কাটছে। আমরা বলব, শারীরিকভাবে তিনি এখন অনেক আগের চেয়ে অনেক ভালো আছেন। তার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে।

তিনি আরো বলেন, বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন যাবত বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মনগড়া বক্তব্য প্রকাশিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার জিলান মিয়া সরকারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত ২৫ মার্চ খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর