প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নেয়ার নির্দেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে বলেও জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ ধরনের বক্তব্য কেন দিয়েছেন, সেটা দেশে ফিরে এলে তার কাছ থেকেই ভালো করে জানা যাবে। আমার মনে হয়, তারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী গতরাতে আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, এখানে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই।’

সরকার প্রিয়া সাহার বিরুদ্ধে এখনই কোনো মামলা করছে না, এ কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘প্রিয়া সাহা আসলে কী বলেছেন, কী বলতে চেয়েছেন, তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিৎ। তার আগে কোনো মামলা না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

‘আজকে আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একটা মামলা করতে চেয়েছিলেন, আমি তাকে এ ধরনের মামলা করতে না করেছি। আইনমন্ত্রীর সঙ্গেও আমার এ ব্যাপারে কথা হয়েছে। প্রিয়া সাহার ব্যক্তিগত বাড়িঘর, তার সম্পদ যাতে প্রোটেক্টিভ রিজার্ভ থাকে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ জানিয়ে দিয়েছি,’ বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘একজন ব্যরিস্টার রাষ্ট্রদ্রোহের মামলা করতে চেয়েছিলেন। আমাকে আইনমন্ত্রী জানিয়েছেন, এটা অগ্রাহ্য করা হয়েছে। সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলাও করা যায় না। তাছাড়া, যিনি এ ব্যাপারে অভিযুক্ত তার (প্রিয়া সাহা) বক্তব্যও আমাদের জানা দরকার, জাতির জানা দরকার। তার আগে স্টেপ নিতে যাব না।’

প্রিয়া সাহার বক্তব্যের সঙ্গে সংখ্যালঘুদের সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্তের সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন, বিষয়টি তার (প্রিয়া সাহা) ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্যের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কোনো সম্পর্ক নেই।’

এর আগে ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্র্যান্ডিং বিষয়ে সেমিনার এবং লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন ওবায়দুল কাদের।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর