বিশ্বের সবচেয়ে বড় গরু

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বের সবচেয়ে বড় গরুটি মারা গেছে। ব্লসম বিশ্বের সব থেকে বড় গরু হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছিলও গত বছর৷ মাটি থেকে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা এই গরুটি। গিনিশ বুকের তরফ থেকে জানানো হয়েছে এত বিশালাকৃতি গরুর খোঁজ এর আগে পাওয়া যায় নি।

জানা গিয়েছে, পায়ে চোট পাওয়ার কারনেই মৃত্যু হয় গরুটির। মৃত্যুকালে ব্লসমের বয়স হয়েছিল ১৩ বছর। মাউন্ট কাটাদিন নামের গরুর রেকর্ড ভেঙেছিল ব্লসম।

মাউন্ট কাটাদিনের উচ্চতা ছিল ব্লসমের কাছাকাছি। ব্লসমের উচ্চতা এত বেশি হওয়ায় তার কার্যকলাপ দেখে আপনি বিস্মিত হতে বাধ্য৷ তবে এ কথা বলে রাখা দরকার ভিডিওতে গরুটির উচ্চতাকে কোন রকমভাবে ক্যামেরা দ্বারা প্রভআবিত করা হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর