লুকাকুকে ‘বানর’ বলে গালি

ইউরোপীয় ফুটবলে বর্ণবিদ্বেষ নতুন কিছু নয়।কৃষ্ণ বর্ণের ফুটবলারদের প্রায়ই এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।এবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিয়েছেন তিনি।সিরি আ’য়অভিষেক ম্যাচে গোল করে প্রশংসা কুড়িয়েছেন।নেরাজ্জুরিদের হয়ে দ্বিতীয় ম্যাচেও গোল পেয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড।

কালিয়ারির জালে বল জড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন লুকাকু।কিন্তু মুহূর্তেই সেই সুখ মিইয়ে যায়।গ্যালারি থেকে তাকে ‘বানর’ বলে গালি দেন প্রতিপক্ষ সমর্থকরা।

কালিয়ারি সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্য এবারই প্রথম নয়।খোদ ইউরোপ ফুটবলের অ্যান্টি ডিসক্রিমিনেশন বডি জানিয়েছে,দলটির সমর্থকদের বর্ণবৈষম্যমূলক ‘গালি’ দেয়ার ইতিহাস আছে। ফলশ্রুতিতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার আশ্বাস দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের বর্ণবৈষম্য বিরোধী সংস্থা।

অবশ্য রোববার রাতের ম্যাচে জয় পেয়েছে ইন্টার মিলানই। জয় এনে দিয়েছেন লুকাকুই।তার আগে ২৭ মিনিটে লওতারো মার্তিনেজের গোলে লিড পায় দলটি। ৫০ মিনিটে কালিয়ারিকে সমতায় ফেরান হুয়াও পেদ্রো।৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নেরাজ্জুরিদের জয় নিশ্চিত করেন সাবেক ম্যানইউ ফরোয়ার্ড।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর