জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার শিক্ষকদের ক্লাস বর্জন

দেশের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি তুলেছেন শিক্ষকরা।

এ দাবিতে বৃহস্পতিবার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। এর আগে ২২শে ফেব্রুয়ারি সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়েছিল।

এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলকিস জামান বলেন, শুরুতে আমরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছি। বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে ওই দিন শিক্ষকরা সব ক্লাস বর্জন করবেন। তবে শিক্ষকরা সবাই বিদ্যালয়ে উপস্থিত থাকবেন।

একইসঙ্গে পূর্ব ঘোষিত ৩০শে মার্চের শিক্ষক-কর্মচারী জাতীয় প্রতিনিধি সভার কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও তিনি জানান। বিলকিস জামান  বলেন, অনিবার্য কারণে ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের জাতীয় প্রতিনিধি সভা স্থগিত করা হয়েছে।

আগামী ২৪শে মার্চ সমিতির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় প্রতিনিধি সভার নতুন তারিখ জানিয়ে দেয়া হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর