বাবার হাত ধরে ঘুরতাম

বাঙালী কন্ঠ ডেস্কঃ ছোটবেলার পূজায় আমি বাবার হাত ধরে ঘুরতাম। পুরনো ঢাকার পূজাগুলোয় আমরা দলবেঁধে যেতাম, প্রতিমা দেখতাম। প্রতিমা দেখার একটা আনন্দ থাকত আলাদা।

সপ্তমী, অষ্টমী, নবমী এভাবেই কাটাতাম। দশমীতে দাদুবাড়ি বা নানুবাড়ি যাই বলি না কেন সেখানেই কাটত। ভালো-মন্দ খেয়ে, ঘুরে ফিরে, নতুন জামা পড়ে।

স্মৃতি তো অনেক আছে, আমার পুরনো ঢাকার স্মৃতিটাই পূজার ক্ষেত্রে বেশি। তাছাড়া এখন তো আধুনিক ঢাকাতেও বড় বড় পূজা হচ্ছে। এখানেও আস্তে আস্তে স্মৃতি জমছে। আমার কাছে, বড় হয়েছি, বয়স হয়েছে, কিন্তু পূজার আনন্দটাই এখন পর্যন্ত প্রায় হুবহুই আছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর