বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছে হিউন্দাই

ভবিষ্যতে গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদার কথা বিবেচনা করে নিজেদের প্রস্তুত করছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিউন্দাই। এ লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য আলাদা প্ল্যান্ট বানাচ্ছে প্রতিষ্ঠানটি।

হিউন্দাইয়ের একজন কর্মকর্তা এ সর্ম্পকে বলেছেন, বৈদ্যুতিক গাড়ির প্ল্যান্টে বড় ধরনের বিনিয়োগ লাগবে। কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে আমরা এটি করছি।

বাজারে মূলত আরেক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরসের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে হিউন্দাইকে। তবে নতুন এ বৈদ্যুতিক গাড়িটি হবে বেশ কিছু দীর্ঘস্থায়ী ব্যাটারি চালিত। এটিকে প্রতিষ্ঠানটির জন্য একটি বড় উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, এ প্রকল্পে প্রথমে হিউন্দাইয়ের লোকসান হতে পারে বলে হুঁশিয়ার করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, ৩০০, ৫০০ বা ৬০০ কিলোমিটার যেতে পারে এমন মডেল তৈরি করতে না পারলে বাজারে টিকতে পারবে না হিউন্দাই।

 

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর