রানীর জলভীতি

বাঙ্গালী কন্ঠ ডেস্কঃ জলভীতি আছে রানী মুখার্জির। দারুণ ভীতি। তবে শুটিংয়ের স্বার্থে সেই ভয়কে জয় করেছেন তিনি। এ প্রসঙ্গে রানী বলেন, ‘মার্দানি টু’ ছবিতে গভীর জলে একটি অ্যাকশন দৃশ্য আছে। সেটা জানার পর থেকে আমি ভয়ে অস্থির হয়ে ছিলাম। সাঁতার জানি না। শেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ছোটবেলা একবার ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিলাম।

তার পর থেকে মা আর আমাকে জলের কাছে ভিড়তেই দিত না। পরিচালক গোপীকে অনুরোধ করলাম, দৃশ্যটা বাদ দেওয়া যায় না? কিছুতেই সে রাজি হয়নি। গত জুন মাসে ‘মার্দানি টু’র শুটিং শেষ হয়। বাদ ছিল কেবল ওই দৃশ্য। রানী জানিয়েছেন ওই দৃশ্যের শুটিংয়ের দিন আমি রোজই পিছিয়ে দিতাম। একসময় ছবি মুক্তির তারিখ এগিয়ে এল। আর কোনো উপায় ছিল না বলে স^াতারটা শিখেই ফেললাম। সেটাও সম্ভব হয়েছে অনিস এডেনওয়ালার জন্য। তার মতো কোচের কারণে জলকে কাবু করতে শিখলাম।’ খোপোলিতে সৈনিকেরা যেখানে প্রশিক্ষণ নেন, সেখানেই সেই দৃশ্যের শুটিং হয়েছে। ৩০ ফুট গভীর সুইমিং পুলকে সাজিয়ে বানানো হয়েছিল চম্বল নদী। ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মার্দানি টু’।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর