কেরানীগঞ্জের কারখানায় অগ্নিদগ্ধে মৃত বেড়ে ১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জন।

তাদের নাম মুস্তাকিম (২২), আবু সাইদ (১৭)  ও আবদুর. রাজ্জাক।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন থাকা মুস্তাকিম ভোর সাড়ে ৬টায় ও সাড়ে ৯টায় রাজ্জাক মারা যান। তারা দুজনই লাইফ সাপোর্টে ছিলেন। মুস্তাকিমের শরীরের ২০ শতাংশ ও রাজ্জাকের শতভাগ দগ্ধ ছিলো।

তিনি আরও জানান, আইসিইউতে এখন আরও ৭জন ভর্তি আছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এ ছাড়া ৮জন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৭টায় ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান অপর অগ্নিদগ্ধ মো. আসাদ (১৪)।

গত বুধবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ঘটনাস্থলে আর ১৬ জন হাসপাতালে মারা যান।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলম ও রাজ্জাকের ছোট ভাই মো. জাহাঙ্গীর বাদী হয়ে কারখানা মালিক মো. নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর