রাজাকারের তালিকা করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা: গোলাম আরিফ টিপু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা রাজাকারের তালিকা করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপু।

যারা এই ভুল তালিকা তৈরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

রাজাকারের তালিকায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে করেন গোলাম আরিফ টিপু।

তিনি বলেন, এভাবে তালিকায় মুক্তিযোদ্ধা ও সংগঠকদের নাম আসা খুবই দু:খজনক। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা এই ভুল তালিকা তৈরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান একুশে পদকপ্রাপ্ত গোলাম আরিফ টিপু।

এসময় তার পক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, এই তালিকা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করছি।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তালিকা প্রকাশের সঙ্গে কারা কারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

আরেক প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মন্ত্রণালয় গুলোতে চেপে বসেছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর