অর্ধেকে নেমে এসেছে শাকসবজির দাম

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দিনাজপুরের কাহারোলে কমতে শুরু করেছে শাকসবজির খুচরা ও পাইকারি দাম। এতে স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে।

শনিবার সরেজমিনে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ওই উপজেলার বাজারগুলোতে অর্ধেকে নেমে এসেছে শাকসবজির দাম। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে দ্বিগুণ দামে।

বাজার ঘুরে দেখা গেছে, আলু ৩৫ টাকা থেকে নেমেছে ২০ টাকায়, কাঠিলাল ৩০ টাকা থেকে ১৮ টাকায়, বেগুন ৪০ টাকা থেকে ২০ টাকায়, টমেটো ৫০-৫৫ টাকা থেকে ৩০ টাকায়, শিম ৫৫-৬০ টাকা থেকে ৩০ টাকায়, বাঁধাকপি-ফুলকপি আকারভেদে ৪০-৫০ টাকা থেকে ১০-২০ টাকায়। এছাড়া সব ধরনের শাক বিক্রি হচ্ছে ১০-৩০ টাকায়।
ক্রেতারা জানান, এক সপ্তাহ আগেও বাজারে এলে শাকসবজি কিনতে হিমশিম খেতে হতো। এখন সবকিছুর দাম হাতের নাগালে চলে এসেছে।

কাহারোল বাজারের ব্যবসায়ী মো. আব্দুল মালেক জানান, বাজারে শাকসবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ কারণে দাম আগের তুলনায় কমেছে।

উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক জানান, কাহারোলে জমির উর্বরতা বেড়েছে। এছাড়া আবহাওয়াও অনুকূলে রয়েছে। এ কারণে শাকসবজির ভালো ফলন হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর