অপূর্ব মেহজাবিন ভালোবাসা দিবসে

বাঙালী কন্ঠ ডেস্কঃ এক পক্ষকাল পরই ভালোবাসা দিবস। দিনটিকে কেন্দ্র করে এরই মধ্যে নির্মিত হয়েছে অনেক নাটক।

এ ধরনের একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ‘চারুর বিয়ে’। এটি রচনা করেছেন নাজিয়া হাসান অদিতি ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। আদনান নামে একটি চরিত্রে দেখা যাবে অপূর্বকে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা জানান, এটি মূলত একটি পারিবারিক গল্পের নাটক। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাট্যকার দারুণ একটি গল্প লিখেছেন, তাই আমি চেয়েছি কাজটি একটু বেশি মনোযোগ দিয়ে করতে। চারু চরিত্রে যথারীতি মেহজাবিনও খুব ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে এবারের ভালোবাসা দিবসে এ নাটকটি দর্শকের কাছে প্রিয় হবে।’

মেহজাবিন চৌধুরী বলেন, ‘নাটকটিতে নাম ভূমিকায় যেহেতু আমি অভিনয় করেছি, তাই চরিত্রটির প্রতি অধিক মনোযোগ রেখেই অভিনয় করতে হয়েছে। গল্পটা খুব ভালো। এজন্য অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। আর যথারীতি অপূর্ব ভাইয়াসহ সবার সহযোগিতা তো ছিলই।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর