অসময়ের বন্যায় ভাঙন অব্যাহত সিংপুর বাজারের

হাওরের অকাল বন্যার প্রভাবে ভাঙন অব্যাহত রয়েছে সিংপুর বাজার। গত এক সপ্তাহে বাজারের নিচু অংশের ৮ থেকে ১০টি ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ভিটা হারানো ব্যক্তিরা দোকান কেউ মালামাল সরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে ঘর তৈরি করছেন। কেউবা ব্যবসা গুটিয়ে নেয়ার চেষ্টা করছেন।

বাজারের মুদি ব্যবসায়ী এমরান মিয়া পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, গত পরশু আমার দোকান সরিয়ে এনেছি। খুবই বিপদে আছি। হাওরের জমি পানির নিচে। আর দোকানও পানিতে যাওয়ার অবস্থা!

এলাকার স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম জানান, গত এক বছর যাবত সিংপুর বাজারের নিচু অংশের ভাঙন অব্যাহত আছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রায় একশ পরিবার, প্রতিরক্ষা দেয়াল, ধর্মীয় ও ব্যবসায় প্রতিষ্ঠান।

সিংপুরে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রিয়াজুল হক আয়াজ, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর