বিশ্বচ্যাম্পিয়ন উসাইন বোল্টকে পেছনে ফেললেন এই নির্মাণ শ্রমিক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশ্বচ্যাম্পিয়ন উসাইন বোল্টকে পেছনে ফেলেছেন ভারতের কর্নাটকের নির্মাণ শ্রমিক শ্রীনিবাস গৌড়া (২৮)। তিনি ১৪২.৫০ মিটার দৌড়েছেন ১৩.৬২ সেকেন্ডে!

তবে অবাক করার বিষয় হলো- শ্রীনিবাস কাদামাটি ভরা জমি দিয়ে ষাঁড়ের লাগাম ধরে দৌড়ে এই রেকর্ড গড়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

জানা গেছে, ভারতের দক্ষিণের ঐতিহ্যবাহী ‘কাম্বালা’ খেলার ইতিহাসে শ্রীনিবাসের থেকে দ্রুত দৌড়বীর আর আসেননি। তিনি ৩০ বছর পুরো রেকর্ড ভেঙেছেন।

ফলে তার তুলনা চলে আসছে ১০০ মিটারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্টের সঙ্গে।

বোল্ট ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেছেন। হিসাব করে দেখা যাচ্ছে, এই গতিতে শ্রীনিবাস ১০০ মিটার দৌড়তে নেবেন ৯.৫৫ সেকেন্ড, বোল্টের থেকে ০.৩ সেকেন্ড কম!

যদিও এই দুই দৌড়কে তুলনা সম্ভব নয়। কারণ শ্রীনিবাস দৌড়ান জোড়া ষাঁড়ের লাগাম ধরে। এতে গতি তুলতে ষাঁড়জোড়ার কিছুটা হলেও অবদান থাকে। তবে এটাও ঠিক যে, তিনি দৌড়ান কাদাপানি ভরা মাঠে, যা গতি কমিয়ে দিতে বাধ্য।

শ্রীনিবাসের গতিময় দৌড়ে মুগ্ধ হয়ে বিষয়টি সর্বপ্রথম জাতীয়স্তরে নজরে আনেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

গৌড়াকে অলিম্পিক চ্যাম্পিয়ন করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ভারতের অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কাছে আহ্বানও জানান তিনি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর