খুলনায় পৃথক তিনটি স্থানে অগ্নিকাণ্ডের নিহত ১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ খুলনায় পৃথক তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হরিণটানা থানার শ্মশান ঘাট এলাকায় এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত মধ্যরাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাত ১২ টার দিকে হরিণটানার শ্মশান ঘাট এলাকায় একটি কুড়েঘরে আগুন লাগার খবর পেয়ে খুলনা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার নাম বা পরিচয় পাওয়া যায়নি।

হরিনটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নেভানোর পর ওই বৃদ্ধার মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

পৃথক আরেকটি ঘটনায় রাত ১টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার জামান জুট মিলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১টার দিকে জামান জুট মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পৃথক ঘটনায় রাত ১টার দিকে খুলনা নগরীর পশ্চিম রূপসা এলাকায় কোকাকোলা গোডাউনের পাশে একটি স মিলের কাঠের আড়তে আগুন লাগে।

টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সেখানে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর