দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে ১৯ মামলার আসামি নিহত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে আইয়ুব আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার হাটরামপুর বাজারের পার্শ্বে শালবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী ১৯টি মাদক মামলার আসামি। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে উপজেলার রেললাইন কলোনি এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি ককটেল, ২টি হাসুয়া, ২০০ ইয়াবা উদ্ধার করেছে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল জানান, বিশেষ অভিযানের অংশ ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। এ সময় তারা শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পায়। পুলিশও স্থানীয়দের জানমালের রক্ষায় ৭ রাউন্ড ফাঁকা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত পুলিশের পিকআপে দিনাজপুর এম.আব্দুর রহিম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খোঁজ নিয়ে জানা যায়, নিহত আইয়ুর একজন চিহ্নিত সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর